আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

রুশ আক্রমণের আবহেই কিভে খুলে দেওয়া হল প্রেক্ষাগৃহ, উপচে পড়ল দর্শক

June 8, 2022 | < 1 min read

প্রায় ছয় মাস ধরে চলছে যুদ্ধ। রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর রাজধানী কিভের আশপাশের বিপুল অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেন সেনা। এই আবহেই রবিবার থেকে ফের খুলল দেশের ঐতিহ্যবাহী ‘থিয়েটার অন পোডিল’। খোলার পর প্রথম দিনই উপচে পড়ল দর্শকদের ভিড়।

ইউক্রেনীয় অভিনেতা ইউরি ফেলিপেনকো বলেন, ‘‘আমরা অভিভূত, যে প্রথম দিনের তিনটি নাটকের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনটা ভাবতেই পারিনি। আমরা ভেবেছিলাম যুদ্ধ পরিস্থিতিতে খুব বেশি মানুষ প্রেক্ষাগৃহে আসবেন না।’’

প্রসঙ্গত, মে মাসের শেষের দিকে খুলে দেওয়া হয়েছিল ‘ন্যাশনাল অপেরা’ এবং ‘মুভি থিয়েটার’। এ বার ইউক্রেন সরকার খুলে দিল ‘থিয়েটার অন পোডিল’। ঘটনাচক্রে, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি নিজেও এক জন প্রাক্তন অভিনেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#theater hall, #russia ukraine war

আরো দেখুন