রাজ্য বিভাগে ফিরে যান

হাইকোর্টে ধাক্কা খেলেন শুভেন্দুরা, বিধানসভাতেই বিবাদ মেটানোর নিদান আদালতের

June 10, 2022 | < 1 min read

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচ বিজেপি বিধায়কের সাসপেনশনের পরিপ্রেক্ষিতে করা মামলায় দুপক্ষকে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ৯ জুন মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করলেন না।

প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের বাজেট অধিবেশন চলাকালীন মারামারির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দুসহ পাঁচ বিজেপি বিধায়ককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সচিব বিরোধী দলনেতাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সাসপেনশন চলাকালীন বরখাস্ত হওয়া বিধায়কেরা বিধানসভার ভিতরের লবিতে যেতে পারবেন না। বিরোধী দলনেতা বিধানসভায় নিজের ঘরে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন বিজেপি বিধায়কেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #suvendu adhikari, #calcutta high court

আরো দেখুন