কলকাতা বিভাগে ফিরে যান

পার্কসার্কাসে গুলিতে নিহত তরুণীর মা’র সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা

June 11, 2022 | < 1 min read

শুক্রবার কাজে বেরিয়ে বেঘোরে প্রাণ গিয়েছিল হাওড়ার দাশনগরের বাসিন্দা রিমা সিংয়ের। শোকস্তব্ধ গোটা পরিবার। রিমার মা মীরা সিং শোকে মুহ্যমান। এই পরিস্থিতে পরিবারটির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার দুপুরে নিহত রিমা সিংয়ের বাড়ি মুখ্যমন্ত্রী পাঠান হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়কে। তাঁর সমনেই মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেন মীরা সিংয়ের সঙ্গে। তখনই তাঁর ছেলেকে হোমগার্ডে চাকরি দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও জানা গিয়েছে, এদিন নিহতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে পার্কসার্কাস এলাকায় আচমকাই গুলি ছুঁড়তে শুরু করেন এবং পরে নিজেই আত্মঘাতী হন কলকাতা পুলিশের কর্মী চোডুপ লেপচা। তাঁর ছোঁড়া গুলিতেই নিহত হন রিমা সিং। ওই সময় তিনি ঘটনাস্থল দিয়ে একটি অ্যাপ বাইকে চেপে যাচ্ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Park Circus

আরো দেখুন