আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ইউক্রেনে দখলে থাকা ভূখণ্ডের বাসিন্দাদের রুশ পাসপোর্ট বিতরণ পুতিন সেনার

June 12, 2022 | < 1 min read

ফাইল ছবি। সৌজন্যেঃ Getty Images

ইউক্রেনের ওপর রুশ আক্রমণের পর কেটে গেছে প্রায় পাঁচ মাস। এই সময়ের মধ্যে বিধ্বস্ত পূর্ব ইউরোপের এই দেশ। রুশ সেনার বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইউক্রেনের সাধারণ মানুষ। তবুও, পিছু হঠতে নারাজ পুতিন। এবার এই যুদ্ধে এল নতুন চমক।

মস্কোর দখলে থাকা ইউক্রেনের এক শহরের বাসিন্দাদের রুশ পাসপোর্ট বিতরণ করল পুতিনের প্রশাসন। এমনটাই খবর রাশিয়ার সংবাদসংস্থা ‘তাস’। সংস্থা সূত্রে সব, মস্কোর দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের খারসন শহরের ২৩ জন বাসিন্দার হাতে রাশিয়ার পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে।

খারসন কর্তৃপক্ষ জানিয়েছে, পাসপোর্ট বিতরণের জন্য রাশিয়া দিবসকে বাছা হয়েছে কারণ এই দিনেই সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়েছিল রাশিয়া। আজকের দিনটি সরকারি ছুটি হিসেবে পালন করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#russia, #ukraine, #ukraine russia conflict, #Russia Ukraine Conflict, #Ukraine Russia Crisis

আরো দেখুন