জীবনশৈলী বিভাগে ফিরে যান

মহিলাদের জন্য হস্তমৈথুন ভালো না খারাপ? জেনে নিন

June 13, 2022 | 2 min read

মহিলাদের মধ্যেও হস্তমৈথুন বেশ জনপ্রিয়, ছবি সৌজন্যেঃ deutschlandfunknova

সঙ্গীর অভাব অথবা অতিরিক্ত যৌনচাহিদা পূরণ, এগুলো মেটাতে মহিলাদের মধ্যেও হস্তমৈথুন বেশ জনপ্রিয়। আজকালকার মহিলারা তাদের যৌনজীবন নিয়ে আপোস করেন না। আজকের জগতে ডিল্ডো, ভাইব্রেটরের মত সেক্স টয় সুবিধা করে দিয়েছে মহিলাদের যৌন চাহিদা মেটানোর। মহিলাদের ক্ষেত্রে হস্তমৈথুন অনেক উপকারিতা আছে। আবার অপকারিতাও আছে। জেনে নিন সুবিধে এবং অসুবিধেগুলো।

মহিলাদের ক্ষেত্রে হস্তমৈথুনের উপকারিতা:

হস্তমৈথুন উদ্বেগ কমিয়ে আনে, ছবি সৌজন্যেঃ Getty Images
  • হস্তমৈথুন উদ্বেগ কমিয়ে আনে।
  • হস্তমৈথুন মানসিকভাবে হাল্কা অনুভব করতে সাহায্য করে।
  • হস্তমৈথুন মনের মধ্যে কল্পিত যৌন চিত্র/ঘটনা তৈরী করতে সাহায্য করে। এতে তৃপ্তি বাড়ে।
  • হস্তমৈথূন যৌন অনুভবের হার কমিয়ে আনে।
  • মহিলাদের ক্ষেত্রে হস্তমৈথূন পুরুষের।সঙ্গীর উপস্থিতি ছাড়াই যৌনতৃপ্তি দিতে সক্ষম হয়।
  • হস্তমৈথুন যৌনরোগ কমিয়ে আনে।
  • হস্তমৈথুন উত্তেজিত শরীরকে ঠান্ডা করে।

মহিলাদের ক্ষেত্রে অত্যাধিক হস্তমৈথুন অপকারিতা:

হস্তমৈথুন নেশা হয়ে উঠতে পারে ও স্বাভাবিক জীবনযাপনে তার প্রভাব পড়ে, ছবি সৌজন্যেঃ wet-land.org
  • হস্তমৈথুন নেশা হয়ে উঠতে পারে ও স্বাভাবিক জীবনযাপনে তার প্রভাব পড়ে।
  • অত্যাধিক হস্তমৈথুনের ফলে যোনিদেশের ক্ষতি হতে পারে, অত্যধিক ঘর্ষণের কারণে জ্বালা জ্বালা ভাব সৃষ্টি হতে পারে।
  • অত্যাধিক হস্তমৈথুনের ফলে যোনিদেশের ভেতরে ইনফেক্‌শন ঘটাতে পারে।
  • অত্যাধিক হস্তমৈথুন মনকে ব্যস্ত রাখতে পারে ও আপনি সামাজিক জীবনে অমনোযোগী হয়ে উঠতে পারেন।
  • অত্যাধিক হস্তমৈথুনের ফলে সবসময় নিজেকে তৃপ্ত করার বাসনা মাঝে মাঝে আপনাকে নিয়ন্ত্রণের অসাধ্য করে তুলতে পারে।
  • অত্যাধিক হস্তমৈথুন আপনাকে আপনার সঙ্গীর থেকে শারীরিক ও মানসিক ভাবে দূরে ঠেলে দিতে পারে।
অত্যাধিক হস্তমৈথুনের ফলে যোনিদেশের ভেতরে ইনফেক্‌শন ঘটাতে পারে , ফাইল ছবি
TwitterFacebookWhatsAppEmailShare

#sex, #Masturbation, #Women

আরো দেখুন