বিজেপি কোভিড ভাইরাস হলে তৃণমূল তার ভ্যাকসিন, ত্রিপুরায় প্রচারে তোপ অভিষেকের

ত্রিপুরার চার আসনে বিধানসভা উপনির্বাচনের প্রচারে মঙ্গলবার সে রাজ্যে বিশাল রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব়্যালি শেষ হয় বরদোয়ালি বিধানসভার অন্তর্গত জিবি বাজারে। সেখানে আজ পথসভাও করেন অভিষেক। সেই সভামঞ্চ থেকে একযোগে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মঙ্গলবার অভিষেক বলেন তৃণমূলকে ধমকে চমকে লাভ হবে না। তিনি বলেন ত্রিপুরায় তৃনমুল এসেছে বলে ভয় পেয়েছে বিজেপি। তাই ২০২২-এ মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে।
তাঁর বাড়িতে সিবিআই হানা দিয়েছে বলে তিনি বলেন তিনি এ দিন ত্রিপুরায় এসেছেন বলে তাঁর স্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, যাতে এখানে তিনি আর না আসতে পারেন।
বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্ত্যব্য নিয়েও তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে ভারতকে।