শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ বিধানসভায়
June 17, 2022 | < 1min read
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হল বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বিতর্কিত মন্তব্য করার জেরে এবার শুভেন্দু বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনলেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। গত এক বছরে এই নিয়ে তৃতীয়বার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল তাঁর বিরুদ্ধে।
পার্থর প্রস্তাব গ্রহণ করে স্বাধিকার রক্ষা কমিটির কাছে আলোচনার জন্য তা পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, ১৫ জুন বিধানসভার বাইরে ধরনা দেওয়ার সময় বিরোধী দলনেতা স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন। তাই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে।