দেশ বিভাগে ফিরে যান

তেরো হাজারের গণ্ডি ছাড়াল দেশের দৈনিক করোনার সংক্রমণ, ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

June 18, 2022 | < 1 min read

ছবি সৌঃ eastmojo

দেশে বেড়েই চলেছে মারণ করোনা ভাইরাসের আস্ফালন। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৩ হাজারের গণ্ডি। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। চিন্তা বাড়ছে চিকিৎসক মহলের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২১৬ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩২ লক্ষ ৮৩ হাজার ৭৯৩ জন। বর্তমানে ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। দেশে করোনার অ্যাকটিভ কেস ৬৮ হাজার ১০৮ জন, অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১৬ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৩ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটি ৪২ হাজার ৭৬৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১৫ লক্ষ মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid Update, #Covid India, #Coronavirus, #covid19, #India Fight with Corona

আরো দেখুন