রাজ্য বিভাগে ফিরে যান

বিরাট জয় রাজ্যের, দুয়ারে রেশন প্রকল্প সংবিধানসম্মত, জানিয়ে দিল হাইকোর্ট

June 19, 2022 | < 1 min read

আইন অনুযায়ী রাজ্য সরকার প্রকৃত গ্রাহকের দুয়ারে নির্দিষ্ট মূল্যে খাদ্যশস্য পৌঁছে দে‍ওয়ার দায়িত্ব নিয়েছে। যা কোনওভাবেই এনএফএসএ বা তার ভিত্তিতে তৈরি বিধির বিরোধী নয়। বেআইনি তো নয়ই। রাজ্যের ওই প্রকল্প বৈধ বলে রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। অর্থাৎ দুয়ারে রেশন প্রকল্প সংবিধানসম্মত।

এর ফলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিয়ে আইনি জটিলতা কাটল বলে মনে করা হচ্ছে। প্রকল্পটি চালু করতে গণবন্টন আইনের সংশোধন করেছিল রাজ্য সরকার। সেটিকে অসাংবিধানিক বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিল কিছু রেশন ডিলার। তাদের দাবি, ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের (এনএফএসও) ভিত্তিতে তৈরি হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য বিধি। কিন্তু দুয়ারে রেশনের কারণে তা এখন হয়ে উঠেছে পরস্পর বিরোধী। এবার আদালতে দু’পক্ষের সওয়াল-জবাব শেষে সেই দাবি উড়িয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও।

রায়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আইন অনুযায়ী রাজ্য সরকার প্রকৃত গ্রাহকের দুয়ারে নির্দিষ্ট মূল্যে খাদ্যশস্য পৌঁছে দে‍ওয়ার দায়িত্ব নিয়েছে। যা কোনওভাবেই এনএফএসএ বা তার ভিত্তিতে তৈরি বিধির বিরোধী নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#High Court, #Duare Sarkar

আরো দেখুন