জীবনশৈলী বিভাগে ফিরে যান

পরকীয়ার নিষিদ্ধ স্বাদ নেবেন নাকি? জেনে নিন কেন এই সম্পর্ক ভালো!

June 19, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: zoom Bangla news

যে কোনও সম্পর্কের একদম নিষিদ্ধ কোণ হল পরকীয়া। আপনার সঙ্গীকে লুকিয়ে আপনি ভাব ভালোবাসা, এমনকি রতিসুখের পাতছেন এক তৃতীয় ব্যক্তির সঙ্গে। জানাজানি হলে সংসার-বৈবাহিক সম্পর্ক হতে পারে দুর্বিসহ। চোখের নিমেষে শুকিয়ে যেতে পারে সাজানো বাগান।

  • থিসিস যেমন আছে, তার অ্যান্টি থিসিসও আছে। একটি সমীক্ষায় হয়েছিল যাতে বল হয়েছে পরকীয়ার কিছু ভালো দিক , কে সেই সব ভালো দিক, জেনে নিন।
  • জীবন সঙ্গী ছাড়া অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে জীবনে সতর্কতার অভ্যেস আসে, যাতে দুটি জীবন মিলে না যায়। ফলে extra effort দিতে হয় দুটি সম্পর্ককে চালিয়ে নিয়ে যেতে। ফলে দায়িত্ব বাড়ে, দুটি জীবনই সুখকর করার চেষ্টা থাকে।
    পরকীয়া করলে আপনার মন ভালো থাকবে। ছোটমোট ঝামেলায় জড়াবেন না, উদারতা বাড়বে, ধৈর্য বাড়বে।
  • পরকীয়ায় স্বাভাবিকভাবেই অপরাধবোধ বাড়ে। সেই অপরাধবোধ মাঝে মাঝে জীবনসঙ্গীকে আরও বেশি ভালোবাসায় ভরিয়ে দিতে সাহায্য করে।
  • পরকীয়ায় একঘেয়ে দাম্পত্যের থেকে মুক্তি ঘটে। জীবন বৈচিত্র্যময় হয়। মানুষ নিজেকে ভালবাসতে শুরু করেন।
    যারা পরকীয়া করছেন তারা তাদের সংসারের প্রতি অনেক বেশি দায়িত্ব নিতে ইচ্ছুক হন। সংসারকে তারা হিসেবে দেখেন না।
TwitterFacebookWhatsAppEmailShare

#extra marital affairs, #Sex partner, #sex, #sexual life

আরো দেখুন