ভূমিকম্পের পর এবার বন্যা, আফগানিস্তানে প্রাণ হারালেন অন্তত ৪০০
একের ভূমিকম্পে রক্ষে নেই, বন্যা দোসর। কিছুদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে আফগানিস্তান। প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ। আর এবার বিধ্বংসী বন্যায় টালমাটাল তালিবান-শাসিত এই দেশ। ইতিমধ্যেই কমপক্ষে ৪০০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর।
একের পর এক প্রাকৃতিক দুর্যোগের জেরে বিধ্বস্ত কাবুলিওয়ালার দেশ। মঙ্গলবার ভূমিকম্পে কম্পিত হয় আফগানিস্তান। রিখটার স্কেলে ৬.১ তীব্র ছিল এই কম্পন। ইতিমধ্যে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। উদ্ধারকাজ শুরু হলেও অনেকেই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে খবর।
এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। ফলে ব্যাহত হয়েছে উদ্ধারকাজ। আটকে পড়া মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া যাচ্ছে না। প্রবল বৃষ্টির জেরে প্লাবিত বহু এলাকা। এমনিতেই তালিবান আমলের সেদেশের দারিদ্র চরমে পৌঁছেছে। এই অবস্থায় এমন ভূমিকম্প ও তার পরের বন্যায় জনজীবন প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হল বলেই মনে করা হচ্ছে।