মার্কিন সুপ্রিম কোর্টের বিতর্কিত রায়, গর্ভপাতের অধিকার হারালেন মহিলারা
মার্কিন সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নারী অধিকারের। আদালতের এক বিতর্কিত রায়ের ফলে এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের স্বেচ্ছায় গর্ভপাতের অধিকারকে খর্ব করে রাষ্ট্র আইন বানাতে পারবে।
আজ একটি বিতর্কিত রায়ে ১৯৭৩ সালে দেওয়া ঐতিহাসিক “Roe v. Wade” মামলায় নারীদের স্বেচ্ছায় গর্ভপাত /গর্ভধারনের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে শাসন যন্ত্রের হাতে যেকোন গর্ভপাত কে বেআইনি করে দেওয়ার ক্ষমতা তুলে দিল মার্কিন সুপ্রিম কোর্ট!
নারী অধিকারের সাথে যুক্ত মানবাধিকার সংগঠনগুলির আশঙ্কা, এর ফলে খুব দ্রুত কট্টরপন্থী, নারী অধিকার বিরোধী, পুরুষতান্ত্রিক দলগুলির হাতে থাকা অঙ্গ রাজ্যগুলিতে মহিলাদের জরুরী গর্ভপাতের বিরুদ্ধে কড়া আইন তৈরি হতে শুরু করবে! ফলত, অসুস্থ অবস্থাতেও মহিলাদের হাজার হাজার মাইল পেরিয়ে যে সব অঙ্গরাজ্যে গর্ভপাত আইনসিদ্ধ সেখানে ছুটতে হবে! যেমন তিন দশক আগে মার্কিন মুলুকে মেয়েদের অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হত !
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হতে শুরু করেছে মার্কিন মুলুকে। সরব হয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। তাদের মতে, মার্কিন দেশের নারী অধিকার আন্দোলনের আজ এক কালো দিন !