কেতুগ্রামের রেনুকে জড়িয়ে ধরলেন মমতা, বললেন অনেক বড় হতে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হল রেণু খাতুনের। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেণু। সোমবার তাঁর সেই ইচ্ছা পূরণ হল।
এদিন বর্ধমান সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। বর্ধমানের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন রেণু। সভা শুরুর আগেই তাঁদের দেখা হয়। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে তিনি ‘আশীর্বাদ’ চাইতে গিয়েছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘‘অনেক বড় হও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।’
এই সেই রেণু, যাঁর ডান হাত কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর স্বামীর বিরুদ্ধে। সরকারি চাকরি পাওয়ায় তাঁর ডান হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। কেতুগ্রামের কোজলসারের ওই ঘটনায় সেদিন শিউড়ে উঠেছিলেন সকলে। ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তখন তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রেণুকে চাকরি দেওয়ার ঘোষণাও করেন তিনি। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে কাজে যোগও দিয়েছেন রেণু।
এদিন মুখ্যমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ রেণু জানিয়েছেন, তাঁর পরবর্তী চিকিৎসার ভার রাজ্য সরকার গ্রহণ করেছে। কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িতরা যাতে কোনও ভাবেই ছাড়া না পায় সেই দিকটিও দেখার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।