দেশ বিভাগে ফিরে যান

গেরুয়া শিবিরের মিথ্যা প্রচার সামনে এনেই গ্রেপ্তার সাংবাদিক জুবের? শুরু জল্পনা

June 27, 2022 | < 1 min read

ছবি সৌজন্য: নিজস্ব

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে সোমবার বিকেলে গ্রেপ্তার করা হল জনপ্রিয় ফ্যাক্ট চেকিং নিউজ পোর্টাল অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে। অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা টুইটারে এমনই দাবি করেছেন। জুবেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া অনৈতিক, দাবি করেন প্রতীক।

সোমবার জুবেরকে দিল্লি পুলিশ ডেকে পাঠায় অন্য একটি অভিযোগের ভিত্তিতে জেরার করার জন্য। প্রতীক সিনহা জানিয়েছেন, জুবের বহুবার এফআইআর-এর কপি দেখতে চাইলেও দিল্লি পুলিশ তা দেখায়নি। এরপরও জুবেরকে লাগাতার জেরা করে আটকে রাখা হয়। এই ধরনের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নোটিশ দিতে হয়। সেই সব কোনও নোটিস-ই নাকি জুবের পাননি।

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজ মূলত খবরের সত্য-মিথ্যার বিশ্লেষণকে তুলে ধরে। তাদের ফ্যাক্ট চেকিং-এর আওতায় একাধিকবার ধরা পড়েছে গেরুয়া শিবিরের টুইট থেকে শুরু করে নানা ধরনের খবর।

মহম্মদ জুবেরের গ্রেপ্তারি স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে। ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে একাধিক রাজনৈতিক দল। অভিযোগ করা হচ্ছে, জুবেরের গ্রেপ্তারির পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র হাত রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#arrest, #Mohammed zubair, #Alt news

আরো দেখুন