আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

পর্যটকদের জন্য সুখবর, খুলতে চলেছে জয়গাঁর ভুটান গেট

July 1, 2022 | < 1 min read

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলতে চলেছে জয়গাঁর ভুটান গেট। করোনা পরিস্থিতি অনেকটাই কেটে গেছে, এবার ভুটানের দরজা পর্যটকদের জন্য খুলতে চলেছে ।

করোনা পরিস্থিতি কাটার পর এবার পর্যটকদের জন্যে ভুটান প্রশাসন কিছু নিয়ম বেঁধে দিয়েছে। সে দেশে প্রবেশের পর কোয়ারান্টিনের ঝামেলা হয়তো থাকছে না কিন্তু একটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) দিতে হবে, যার খরচ মাথাপিছু প্রতিরাতের জন্য ৬৫ ডলার থেকে ২০০ ডলার হতে পারে।

এছাড়াও পর্যটকদের কাছ থেকে মিনিমাম ডেইলি প‍্যাকেজ রেট নেবে না ভুটান সরকার। এবার থেকে পর্যটকদের সরাসরি ভুটান সরকারকে এসডিএফ দিতে হবে। এছাড়াও করোনাবিধি মেনে চলতে হবে পর্যটকদের। সে দেশের হোটেল, রেস্তোরাঁগুলিকেও এই নিয়ে নির্দেশিকা দিয়েছে ভুটান সরকার, বলা হয়েছেকর্মীদের প্রশিক্ষণ দিতেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Economy, #covid 19, #Economy, #Jaigaon, #Bhutan Border

আরো দেখুন