দেশ বিভাগে ফিরে যান

দিল্লি পুলিশ আগে থেকেই জানতো জুবেরকে জামিন দেবে না আদালত? উঠছে প্রশ্ন

July 2, 2022 | < 1 min read

সাংবাদিক এবং অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট৷ শনিবার সন্ধ্যায় বিচারক ওই রায় দেন৷

চারদিনের পুলিস হেফাজতের মেয়াদ শেষে জুবেরকে আজ আদালতে হাজির করানো হয়৷ তবে এই রায় বেরনোর আগেই দিনভর আদালতে নাটকীয় টানাপড়েন চলে৷ বিচারক রায় দেন সন্ধ্যায়৷ কিন্তু তার অনেক আগেই বেলা ৩টে নাগাদ জুবেরের জামিনের আবেদন যে খারিজ হয়ে গিয়েছে তা দু-একটি সংবাদমাধ্যমে ফলাও করে জানানো হয়৷ জানানো হয়, জুবেরের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

জুবেরের আইনজীবী অভিযোগ করেন, তখন পর্যন্ত বিচারক কোনও রায় দেননি, তবু পুলিস উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ভুয়ো খবর পাচার করেছে সংবাদমাধ্যমকে৷ এরপর বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান জুবেরকে। প্রশ্ন উঠছে, বিচারকের রায় আগে থেকে কী ভাবে জানলো পুলিশ।

দিল্লি পুলিস ধৃত সাংবাদিকের বিরুদ্ধে নতুন তিনটি মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ২০১ (প্রমাণ লোপাট), ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) এবং বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Delhi Police, #journalist, #Mohammed zubair

আরো দেখুন