এজবাস্টন টেস্টের ২য় দিনে সেঞ্চুরি করলেন রবীন্দ্র জাদেজাও। তবে দলের নেতা যশপ্রীত বুমরা ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড করে দলের রান ৪০০ পার করলেন। স্ট্রুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান উঠল। ওই ওভারে বুমরার ব্যক্তিগত সংগ্রহ ১৬ বলে ৩১ রান, তাতে রয়েছে চারটি চার ও দুটি ছক্কা। বাকিটা অতিরিক্ত।
BOOM BOOM BUMRAH IS ON FIRE WITH THE BAT 🔥🔥
3️⃣5️⃣ runs came from that Broad over 👉🏼 The most expensive over in the history of Test cricket 🤯
— Sony Sports Network (@SonySportsNetwk) July 2, 2022
এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারের ৮টি বলে যথাক্রমে ৪, ৫, ৭, ৪, ৪, ৪, ৬ ও ১ রান ওঠে। এর আগে টেস্টে কোনও ওভারে এত রান ওঠেনি। বুমরা ভেঙেছেন ব্রায়ান লারা, জর্জ বেইলি ও কেশব মহারাজের যুগ্ম রেকর্ড।
When #TeamIndia all-rounder @imjadeja brought up his 3rd Test💯 and his first outside India 👏🏾👏🏾🙌🏾⚔️