কলকাতা বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া আগন্তুককে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ আদালতের

July 4, 2022 | < 1 min read

সোমবার আলিপুর আদালতে হাজির করানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়া আগন্তুক হাফিজুল মোল্লাকে। কলকাতা পুলিশের আবেদনের ভিত্তিতে হাফিজুলকে সাত দিন অর্থাৎ ১১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি! এমনকী গোটা রাত ঘাপটি মেরে বাড়ির ভিতরেই বসে ছিলেন তিনি! রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এমন চাঞ্চল্যকর ঘটনায় প্রশ্ন ওঠে তাঁর নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, রাতভর সেখানে থাকার পর সকালে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে দেখতে পান। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার রাত ১টার পর ৩৪বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পাঁচিল টপকে প্রবেশ করে অভিযুক্ত। সকালে তাঁকে দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা কালীঘাট থানায় খবর দেন। পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Mamata Banerjee, #Kalighat

আরো দেখুন