কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ টুইটার
টুইটারের সঙ্গে কেন্দ্রের সংঘাত নয়া মোড় নিল। এবার আদালতের দ্বারস্থ হল টুইটার। কর্ণাটক হাইকোর্টে তারা দাবি করেছে, কেন্দ্রের বেশ কিছু নির্দেশ ‘ক্ষমতার অপব্যবহার’ ছাড়া কিছু নয়।
মঙ্গলবার আদালতে টুইটারের পক্ষ থেকে যে পিটিশন দায়ের করা হয়েছে, তাতে দাবি করা হয়েছে, কেন্দ্রের তরফে বেশ কয়েকটি রাজনৈতিক দলের টুইটার হ্যান্ডেল থেকে করা পোস্টের কন্টেন্টকে সরিয়ে দিতে বলা হয়েছে। টুইটারের মতে, এটা বাকস্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর প্রসঙ্গে টুইটারে লিখেছেন, সমস্ত বিদেশি ইন্টারনেট মধ্যস্থতাকারী কিংবা প্ল্যাটফর্মের অধিকার রয়েছে বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য আদালতের যাওয়ার। কিন্তু এরই পাশাপাশি ওই সব সংস্থাকে দেশের আইন শৃঙ্খলাও বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।
গত কয়েক মাস ধরেই টুইটারের সঙ্গে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের মতান্তর চলছিল। এবার সেই সংঘাত আরও তীব্র আকার ধারণ করল।