আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

শেষরক্ষা হল না, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আবে

July 8, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: ndtv

শেষরক্ষা হল না, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ সকালে পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতায় ভর্তি করা হয় শিনজো আবেকে। ‘দ্য জাপান টাইমস’ সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে।

রয়টার্স সূত্রে খবর, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ (ভারতীয় সময় সকাল ৮টায়) নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে গুলি চলে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচার কর্মসূচী চলার সময় আচমকাই গুলি চলার আওয়াজ পাওয়া যায়। তারপরেই দেখা যায়, শিনজো আবে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#RIP, #Japan, #Shinzo Abe

আরো দেখুন