গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
July 8, 2022 | < 1min read
ছবি সৌজন্যে: AajTak
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ‘দ্য জাপান টাইমস’ সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে।
পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতায় ভর্তি করা হয়েছে শিনজো আবেকে।
রয়টার্স সূত্রে খবর, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ (ভারতীয় সময় সকাল ৮টায়) নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে গুলি চলে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।