আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছেন ইলন মাস্ক

July 9, 2022 | < 1 min read

আমেরিকার ধনকুবের ইলন মাস্ক ৪,৪০০ কোটি ডলারে টুইটার কিনে নিচ্ছেন, এই খবরে বেশ কয়েকদিন আগে হইচই পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। এবার টইটার কেনার সেই ‘ডিল’ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক।

ইলন মাস্কের অভিযোগ ভুয়ো টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোনও তথ্য তাঁদের দিতে পারেনি টুইটার সংস্থা। তাই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছেন তাঁরা। গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের অর্থও ‌ঋণ নেন ইলন মাস্ক। তবে সে সব এখন বিশ বাঁও জলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter, #Elon Musk

আরো দেখুন