ব্রিটেন রাজ করতে পারেন ভারতীয় বংশদ্ভূত ঋষি? শুরু জল্পনা
সরগরম ব্রিটেনের রাজনীতি। প্রধানমন্ত্রীর পদে বসে ব্রিটেনের মসনদ রাজ করতে পারেন এক বংশদ্ভূত। প্রধানমন্ত্রী বরিস জনসনের ইস্তফার পর কনজারভেটিভ পার্টির নতুন নেতার পদের দৌড়ে এ বার আনুষ্ঠানিক ভাবে নিজের নাম ঘোষণা করে দিলেন ভারতীয় তথ্যপ্রযুক্তি বহুজাতিক ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক। ঋষি এর আগে বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন।
ব্রিটেনের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পর সবচেয়ে প্রভাবশালীদের অন্যতম ‘চ্যান্সেলর অব দ্য এক্সচেকার’ বা অর্থমন্ত্রী ঋষি সুনক। বরিস জনসনের ইস্তফার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই কনজারভেটিভ পার্টির নতুন নেতার দৌড়ে নিজের নাম ঘোষণা করলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি। কনজারভেটিভ পার্টির নেতারই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হবার সম্ভবনা।
‘রেডি ফর ঋষি’ নাম একটি প্রচার কর্মসূচি শুরু হয়েছে। একটি ভিডিয়ো শেয়ার করে ঋষি জানিয়েছেন ব্রিটেনের জন্য তিনি কী করতে চান, এবং তাঁর ব্যক্তিগত জীবনের নানা টুকরোও আছে সেই ভিডিওতে। ।