রাজ্য বিভাগে ফিরে যান

মহার্ঘ ভাতা নিয়ে হচ্ছে বৈঠকে? জল্পনা রাজ্যের সরকারী কর্মীদের মধ্যে

July 12, 2022 | < 1 min read

আগামী ১৬ জুলাই, শনিবার অর্থদপ্তর থেকে রাজ্য সরকারের সবক’টি দপ্তরের আর্থিক উপদেষ্টাকে বৈঠকে ডাকা হয়েছে। সচরাচর সবক’টি দপ্তরের আর্থিক উপদেষ্টাকে নিয়ে এরকম বৈঠক হয় না। সরকারি কর্মীদের মধ্যে তাই বৈঠকের বিষয়বস্তু নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) বিষয়টি বৈঠকে আলোচিত হবে বলে অনেকে মনে করছেন।

অর্থদপ্তর থেকে যে চিঠি সবক’টি দপ্তরে গিয়েছে, তাতে যদিও আলোচ্যসূচির তালিকায় সরাসরি ডিএ’র উল্লেখ নেই, কিন্তু চিঠির ৬ নম্বর সূচিতে ‘মিসলেনিয়াস’ অর্থাৎ ‘বিবিধ’ শব্দটি ব্যবহার করা হয়েছে। সেই বিবিধ কী ডিএ? এই নিয়েই আশা জাগছে সরকারি কর্মীদের মধ্যে। কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করেছে বিভিন্ন প্রকল্পে। তাতে রাজ্য সরকারের উপর চাপ বেড়েছে। ইতিমধ্যে প্রশাসনের অন্দরে চর্চা শুরু হয়েছে, বকেয়া ডিএ দিতে গেলে কী ধরনের আর্থিক ধাক্কা আসবে, তা নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Government of West Bengal, #govt employees

আরো দেখুন