রাজ্য বিভাগে ফিরে যান

ধর্মতলায় ফিরছে শহিদ দিবসের সমাবেশ, খুঁটিপুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু

July 13, 2022 | < 1 min read

তুঙ্গে তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি। একুশে জুলাইয়ের আগে হাতে মাত্র কয়েকটা দিন। করোনা সংক্রমণের কারণে, বিগত দু’বছর ধরে ভার্চুয়ালি একুশে পালন করেছে তৃণমূল। শহিদ দিবসে দলনেত্রী বক্তব্য শুনতে আসতে পারেননি কর্মী-সমর্থকেরা। নেতা-কর্মীরা নিজেদের এলাকায় বসে নেত্রীর বার্তা শুনেছেন। করোনার কাঁটা পেরিয়ে ফের এ বছর একুশে জুলাইয়ের শহিদ স্মরণ সমাবেশ হতে চলেছে। বুধবার ১৩ জুলাই তৃণমূল ধর্মতলায় খুঁটিপুজোর মাধ্যমে ২১ জুলাইয়ের মঞ্চ তৈরির কাজ শুরু করল তৃণমূল।

শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, সেই বার্তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ধর্মতলায় আসেন। স্বভাবতই বিগত দুবছর একুশে জুলাই না হওয়ায় চলতি বছর প্রবল ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুলিশ-প্রশাসনকে সম্পূর্ণ রূপে সহযোগিতা করে, আইন মেনেই শহিদ দিবস পালিত হবে। কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতির এড়াতে কড়া নজরদারি চালাবে তৃণমূল। 

খুঁটিপুজোর অনুষ্ঠানে রাজ্যের তথা দলের মহাসচিব মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক তাপস রায়, সাংসদ শান্তনু সেন, শ্রেয়া পাণ্ডেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, ওইদিন সচিত্র পরিচয় পত্রের দাবিতে আন্দোলনে তাদের ১৩জন সহকর্মী প্রাণ হারিয়েছিলেন, বহু কর্মী আহত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও আহত হয়েছিলেন। পরের বছর থেকেই ওইদিনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে শহিদ তর্পণ করে আসছেন। ধর্মতলায় এবছর ফের ২১ জুলাই পালন করবে তৃণমূল। ​বুধবার ১৩ জুলাই খুঁটিপুজোর মাধ্যমে শহিদ স্মরণের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#21st July, #Dharmatala, #Trinamool Congress

আরো দেখুন