মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে গোতাবায়া, সেখান থেকেই কি পদত্যাগের ঘোষণা?
ভেঙে পড়েছে শ্রীলঙ্কার গণতন্ত্র, দেশজুড়ে অচলাবস্থা। গণবিক্ষোভের মধ্যে ক্ষিপ্ত দেশবাসীর রোষ থেকে রক্ষা পেতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বুধবার ১৩ জুলাই ভোরে কলম্বো ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। শ্রীলঙ্কার কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, গোতাবায়া মালদ্বীপে রাজধানী মালে গিয়েছেন। কিন্তু মালদ্বীপ সংবাদমাধ্যম সাফ জানিয়েছে, মলদ্বীপ থেকে গোতাবায়া সিঙ্গাপুরে গিয়েছেন।
শ্রীলঙ্কার স্পিকার য়ুপা অবেবর্ধনে জানিয়েছিল, ১৩ জুলাই গোতাবায়া ইস্তফা দিতে পারেন। সেই অনুযায়ী, ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেন অবেবর্ধনে। ১৩ জুলাই রাত অবধি গোতাবায়ার ইস্তফার কোন খবর পাওয়া যায়নি। দেশের বিশৃঙ্খলা থামতে সর্বদল বৈঠক হতে পারে বলেও খবর।
গোতাবায়া পালিয়ে যাওয়ায়, ১৩ জুলাই শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।বিক্ষোভকারীদের বিক্রমসিঙ্ঘের উপরেও ক্ষিপ্ত। ১৩ জুলাই বিকেলে বিক্রমসিঙ্ঘের বাসভবন তথা সরকারি দপ্তরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এখনই গোতাবায়া ইস্তফা না দিলে, শ্রীলঙ্কার সাংবিধানিক সঙ্কট আরও বাড়বে। শ্রীলঙ্কা পড়ুজানা পার্টি অর্থাৎ গোতাবায়ার দলের সূত্রে খবর মিলছে, দু-একদিনের মধ্যেই হয়ত গোতাবায়া সিঙ্গাপুর থেকে পদত্যাগের ঘোষণা করতে পারেন।