দেশ বিভাগে ফিরে যান

‘দুষ্ট’ চক্র একের পর এক এফআইআর করছে জুবেরের বিরুদ্ধে, মত সুপ্রিম কোর্টের

July 18, 2022 | < 1 min read

উত্তরপ্রদেশের বিভন্ন জেলায় অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরের বিরুদ্ধে ছ’টি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন জুবের। জামিনের আবেদনও করেন তিনি। সোমবার এই মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় বলেন, ‘‘সমস্যা হল একটা দুষ্ট চক্র। তিনি একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও অন্য মামলায় আবার তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে।’’

এর পাশাপাশি বিচারপতি এদিন রায় দিয়েছেন, পরবর্তী শুনানির আগে উত্তরপ্রদেশের পাঁচটি মামলা নিয়ে সে রাজ্যের পুলিশ জুবেরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। এই মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই। জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে তদন্তের জন্য ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

গত জুনে দুবেরকে গ্রফতার করে পুলিশ। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজ মূলত খবরের সত্য-মিথ্যার বিশ্লেষণকে তুলে ধরে। তাদের ফ্যাক্ট চেকিং-এর আওতায় একাধিকবার ধরা পড়েছে গেরুয়া শিবিরের টুইট থেকে শুরু করে নানা ধরনের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #Alt news, #Mohammad zubair

আরো দেখুন