কলকাতা বিভাগে ফিরে যান

কর্মীদের মোবাইল ব্যবহারে কড়াকড়ি, নির্দেশিকা কলকাতা পুলিশের

July 19, 2022 | < 1 min read

হাই রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিমে যে সব পুলিস অফিসার ও কনস্টেবল ডিউটি করে থাকেন, তাদের জন্য এবার নতুন নির্দেশিকা আনছে কলকাতা পুলিশ। এই সব ভারপ্রাপ্ত পুলিশ কর্মীদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কড়া হচ্ছে কলকাতা পুলিস প্রশাসন। মঙ্গলবার এই অর্থে একটি নোটিসে জারি করা হয়েছে। নোটিসে বলা হয়েছে এই পুলিশকর্মীরা জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেউ এই নির্দেশিকা অমান্য করলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে, বলা হয়েছে এই নোটিসে।

সম্প্রতি পুলিশের কড়া নজরদারি এড়িয়ে হাফিজুল মোল্লা নামে এক ব্যক্তি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন। কী করে ওই ব্যক্তি ঢুকেছিলেন, তার কোনও ব্যাখ্যা মেলেনি। ওই ঘটনা নিয়ে লালবাজারে এখন তোলপাড় চলছে। তাই লালবাজারের কর্তারা নিরাপত্তা বাড়াতে কড়া হচ্ছেন বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mobile Phone, #Kolkata Police

আরো দেখুন