আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার দৌড়ে আরও এক ধাপ এগোলেন ঋষি সুনক

July 19, 2022 | < 1 min read

গত সপ্তাহে বুধ, বৃহস্পতির পর সোমবারেও ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ফের জিতলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার দৌড়ে আরও এক পা এগিয়ে গেলেন প্রাক্তন ইনফোসিস করতে নারায়ণমূর্তির জামাই৷ এরপর ৫ সেপ্টেম্বর ব্রিটেন পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন হবে। তখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট সুনককে ওই পদে দেখার আশা আরও উজ্জ্বল হচ্ছে। তৃতীয় রাউন্ডে ১১৫টি ভোট পেয়েছেন সুনক। পেনি মরড্যন্ট, যিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী,পেয়েছেন ৮২টি ভোট।

ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগ করেছেন বরিস জনসন৷ তারপর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজন টোরি নেতার নাম আলোচনায় উঠে আসে৷ ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক-সহ মোট আট জন সেই দৌড়ে ছিলেন ৷ তাদের মধ্যে চারজন ইতিমধ্যেই বাদও পড়েছেন। লড়াই চলছে বাকি ৪ জনের মধ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rishi Sunak, #UK PM

আরো দেখুন