আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

গ্রীষ্মের দাপটে পুড়ছে ইউরোপ, তাপপ্রবাহের কারণে ব্রিটেনে জারি রেড অ্যালার্ট

July 20, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: NewsSky.com

গ্রীষ্মের দাপটে পুড়ছে ইউরোপ। তীব্র দাবদাহে নাজেহাল ইউরোপীবাসীরা। সর্বকালীন রেকর্ড ভেঙে ব্রিটেনসহ পশ্চিম ইউরোপের তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরোলো। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, গ্রীস, ইংল্যান্ড ইত্যাদি দেশগুলি গ্রীষ্ম প্রধান দেশের তালিকায় নাম লিখিয়েছে ফেলেছে। তাপমাত্রার পারদ কোথাও কোথাও ৪৩ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। ব্রিটেনের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, ইতিহাসে এমন নজির নেই। ২০১৯ পর্যন্ত ব্রিটেনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৮.৭ ডিগ্রি। কেমব্রিজের সেই রেকর্ড ভাঙল চলতি বছর।

ইতিমধ্যেই অত্যাধিক গরমের আবহাওয়া দপ্তর চরম লাল সতর্কতা জারি করেছে। ব্রিটেনের ইতিহাসে তাপপ্রবাহের কারণে প্রথমবারের জন্যে ২০২২ সালে লাল সতর্কতা জারি করা হল। আবহাওয়াবিদেরা মতে, ১০০ বছরের সব রেকর্ড ভেঙে ব্রিটেনের তাপমাত্রা ৪২ ডিগ্রি পেরিয়ে যেতে পারে।

স্পেনের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। পর্তুগালের তাপমাত্রা ৪৭ ডিগ্রির ছুঁয়ে ফেলেছে। তীব্র গরমের কারণে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#heat, #Europe, #britain, #Summer Heat Wave, #Red alert, #Summer

আরো দেখুন