ব্রিটেনের মসনদ দখলের লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি
কার দখলে ব্রিটেনের মসনদ? বরিস জনসনের পর কে হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী? সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রথম দুই ধাপেই এগিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন ব্রিটিশ মন্ত্রী ঋষি সুনক। এবার মঙ্গলবার ১৯ জুলাই ফের এক ধাপ এগিয়ে গেলেন ঋষি।
১৯ জুলাই ব্রিটেন আইনসভার ১১৮ জন সদস্য ঋষিকে ভোট দিয়েছেন, ফলে দেশের কুর্সিতে বসার দৌড়ে আরও এক ধাপ এগোলেন তিনি। ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষিই কি বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হবেন? জল্পনা বাড়ছে। অনেকেই মনে করছেন ঋষির জন্য লড়াই ক্রমশ কঠিন হতে চলেছে। প্রসঙ্গত, সর্বশেষ দফার ভোটে লড়াইয়ের ময়দানে চারজন প্রতিপক্ষ রয়েছে। যার মধ্যে দ্বিতীয় স্থানে থাকা প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে ঋষি সুনকের ভোটের ব্যবধান ক্রমেই হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে যেকোন সময়তেই পরিস্থিতির বদল হতে পারে। শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসেব। ব্রিটেনের প্রধানমন্ত্রীত্ব দখলের দৌড়ে ঋষি সুনকের পরে পেনি মরডুয়ান্ট রয়েছে। বিগত দফার ভোটে পেনি ৮২ টি ভোট পেয়েছেন।বিদেশ সচিব লিজ ট্রাস্ট নির্বাচনে বেশ ভাল জায়গায় রয়েছেন বলেই মনে করছেন কেউ কেউ। পরবর্তী দফার ভোটগ্রহণ হবে আগামী বুধবার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের কোন দুজন থাকবেন, তা সেদিনই জানা যাবে।
কনডারভেটিভ পার্টির অন্দরে কোন্দল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ায় লড়াইয়ের প্রতিপক্ষরা প্রচার করতে গিয়ে একে অপরকে অভিযক্ত করছেন, এই দোষারোপ-পাল্টা দোষারোপের কারণে দলের অন্দরে গোলমাল শুরু হয়েছেন।
প্রসঙ্গত,আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বরিসের প্রধানমন্ত্রীত্বের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যতদিন না ব্রিটেন নয়া প্রধানমন্ত্রী পাচ্ছে, ততদিন বরিসই দায়িত্ব সামলাবেন।