দেশ বিভাগে ফিরে যান

সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির সমন আজ

July 21, 2022 | < 1 min read

ন্যাশনাল হেরোল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ফের সমন পাঠালো মোদী সরকারের অধীনস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ২১ জুলাই সোনিয়া গান্ধীকে ইডির দপ্তরে গিয়ে হাজিরা দিতে হবে, এমনটাই নির্দেশ ইডির। প্রসঙ্গত, কিছুদিন আগেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ইডির তরফে তলব করা হয়েছিল। রাহুল উপস্থিত হলেও, করোনা আক্রান্ত হওয়ায় শারীরিক অসুস্থতার কারণে সোনিয়া সে সময় ইডির দপ্তরে উপস্থিত হতে পারেননি।

কংগ্রেস এই ঘটনায় মোদী সরকারকে আক্রমণ করেছে। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, বিজেপি নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সক্রিয় করে তোলে। কংগ্রেস দলীয়ভাবে জানাচ্ছে সোনিয়াকে তলব আদপে মোদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ। এ নিয়ে তারা দেশজুড়ে প্রতিবাদে সরব হবে বলেও জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #sonia gandhi, #National Herald corruption case

আরো দেখুন