← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ের চূড়ান্ত পর্বে ভারতীয় বংশোদ্ভূত ঋষি
ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ের চূড়ান্ত পর্বে পৌঁছলেন ঋষি সুনক। শেষ পর্বের দ্বিমুখী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের সঙ্গে লড়াবেন ঋষি। পঞ্চম রাউন্ড শেষে লড়াইয়ের বাইরে বেরিয়ে গেলেন পেনি মডান্ট। পঞ্চম রাউন্ডে ঋষি ১৩৭ টি ভোট পেয়েছেন। লিজ ট্রাস ১১৩ ভোট পেয়েছেন। অন্যদিকে, পেনি মডান্ট ১০৫টি ভোট পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে সরে গিয়েছেন।
প্রসঙ্গত, বিগত ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন ইস্তফা দেওয়ার পরেই, নতুন প্রধানমন্ত্রীর খোঁজ শুরু হয়। ৭ জন মনোনয়ন জমা দেন। প্রথম রাউন্ড থেকেই প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক এগিয়ে ছিলেন।
চলতি মাসেই চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হবে। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম জানা যাবে ৫ সেপ্টেম্বর। ঋষি জয় পেলে তিনিই হবেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।