দেশ বিভাগে ফিরে যান

এখনও জমা দেননি আয়কর রিটার্ন? সময়সীমা ৩১ জুলাইয়ের থেকে বাড়ছে না!

July 23, 2022 | < 1 min read

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ছে না। ৩১ জুলাইয়ের মধ্যেই জমা দিতে আয়কর রিটার্ন। ইতিমধ্যেই ২.৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়ে গিয়েছে, বলছে সরকারের পরিসংখ্যান। বাকি রিটার্নও নির্ধারিত সময়ের মধ্যেই জমা পড়ে যাবে, আশা রাখছে সরকার। রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে না সেই কারণেই।

আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হবে জনগণের মনে এরকম ধারনা রয়েছে । সেই কারণেই প্রথম থেকেই তাঁরা আয়কর রিটার্ন ফাইল করতে অনীহা দেখায়, একথা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশের রাজস্ব সচিব তরুণ বাজাজ। তিনি বলেন, যত সময় এগোতে থাকে তত বেশি পরিমানে আয়কর রিটার্নের পরিমাণ বাড়তে থাকে। এক একদিনে গড়ে ১৫ থেকে ১৮ লক্ষও আয়কর রিটার্ন জমা পড়ে। এমনকি শেষ দিনে তা বেড়ে ২৫ থেকে ৩০ লক্ষও পেরিয়ে যায়। সেই আর্থিক বছরেই একদিনে ৯ থেকে ১০ শতাংশ আয়কর রিটার্ন জমা পড়েছে। ফলে, চলতি বছর সময়সীমা না বাড়ার ফলে একদিনে ১ কোটি রিটার্ন জমা পড়ারও সম্ভবনা রয়েছে।

২০২১-২০২২ আর্থিক বছরের আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। কোভিডের সময় করদাতাদের বিভিন্ন সমস্যা এবং আর্থিক পরিস্থিতির দিক মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। করদাতারা ১৫ মার্চ ২০২২ পর্যন্ত আয়কর জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন ওই আর্থিক বছরে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#it return

আরো দেখুন