← দেশ বিভাগে ফিরে যান
অগ্নিপথ নিয়ে আলোচনা করা যাবে না! সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে ওয়াক আউট বিরোধীদের
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অগ্নিপথ নিয়ে আলোচনার সুযোগ না পাওয়ায় বৈঠক থেকে ওয়াক আউট করলেন তিন বিজেপি বিরোধী সাংসদ। এই তিন সাংসদ হলেন, কংগ্রেসের কেসি বেণুগোপাল, উত্তমকুমার রেড্ডি এবং বিএসপি’র সাংসদ কুঁয়ার দানিশ আলি।
তাঁরা প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অগ্নিপথ নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন। তাঁদের দাবি না মানায় বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তাঁরা।
এই সংসদীয় কমিটির চেয়ারম্যান জুয়েল ওরামের নেতৃত্বে শুক্রবার বৈঠক বসেছিল। সংসদীয় কমিটিতে কী আলোচনা হবে তা আগে থেকেই ঠিক করা থাকে। সেই নিয়ম মেনেই আলোচনা হবে। তিন বিরোধী সাংসদ চেয়ারম্যানকে অনুরোধ করেন, যাতে পরবর্তী বৈঠকের আলোচ্যসূচিতে অগ্নিপথকে ঢোকানো হয়। কিন্তু চেয়ারম্যান তাতেও সায় দেয়নি। এর পরই বৈঠক থেকে ওয়াক আউট করেন তিন জন সাংসদ।