এইমসে ফাঁকা অধিকারিকের পদ, সংসদে অভিষেকের প্রশ্নে উঠে এল বেহাল চিত্র
লোকসভার বাদল অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের দৌলতে উঠে এল একটি গুরুত্বপূর্ণ তথ্য। কাশ্মীরের অবন্তীপুরা, যা সন্ত্রাসবাদীদের গড় হিসেবেই পরিচিত। সেই অবন্তীপুরায় নব নির্মিত এইমস (AIIMS)-এর এক্সিকিউটিভ ডিরেক্টরেট (ইডি)-এর দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না কেউ। ফলে খালি রয়েছে কাশ্মীর এইমস-এর গুরুত্বপূর্ণ আধিকারিকের পদ। তবে শুধু কাশ্মীরেই নয়, দেশের আরও চারটি এইমস-এ ফাঁকা রয়েছে গুরুত্বপূর্ণ এই পদটি। এর জেরে এইমস-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। যার সঙ্গে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি জড়িত।
এই মহূর্তে বেশ কিছু এইমস পূর্ণ সময়ের আধিকারিকদের ছাড়া কাজ করছে। এ বিষয়ে সংসদে বিস্তারিত জানতে চান অভষেক। তিনি সংসদে লিখিত জবাব চেয়ে বলেন, স্থায়ী সংসদীয় কমিটির তরফে একাধিক এইমসে দায়িত্বপ্রাপ্তদের অপ্রতুলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মন্ত্রক এই বিষয়ে কী ভাবছে, কী পদক্ষেপ করছে?
যখন কেন্দ্র দাবি করছে, ৩৭০ ধারা বিলোপ করার পর থেকে ভূস্বর্গে শান্তি ফিরেছে, তখন একের পর এক রাজনৈতিক হত্যা, পুলিশ ও সাধারণ নাগরিকের উপর আক্রমণের ঘটনা হামেশাই খবরের শিরোনামে থাকছে। এই পরিস্থিতিতে কাশ্মীরের আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে, তা আরও একবার পরিস্কার হয়ে যায় অবন্তীপোরায় এইমসে ইডি’র দায়িত্ব নিতে কেউ রাজি না হওয়ার বিষয়টি সামনে চলে আসায়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অবন্তীপোরার এইমসে ইডি’র দায়িত্ব কেউ গ্রহণ করতে না চাইলেও ভুবনেশ্বর, ভোপাল ও দ্বারভাঙ্গার এইমসের ইডি’র পদগুলি দ্রুত পূরণ হতে চলেছে।
দিল্লি ছাড়াও দেশ জুড়ে ২২টি নতুন এইমস তৈরি করা হয়েছে। আটটি ছাড়া বাকি ১৪টি এইমস-এ রয়েছেন ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। এদিন অভিষেকের প্রশ্নের জবাবে কেন্দ্র কার্যত মেনে নিয়েছে, এইমসগুলিতে প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা কম রয়েছে।
এরই পাশাপাশি, শনিবারও সংসদে মূল্যবৃদ্ধি, জিএসটি প্রসঙ্গে একাধিক ইস্যুতে বিক্ষোপ দেখালেন বিরোধীরা। দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। এরই সঙ্গে এদিন লোকসভায় পাস হয়ে গেল ‘দ্য ইন্ডিয়ান আন্টার্কটিক বিল, ২০২২’।