দেশ বিভাগে ফিরে যান

২০২১-২২-এ অভাবের তাড়নায় গ্যাস সিলিন্ডার নেননি লক্ষ লক্ষ মানুষ, বলছে তথ্য

July 27, 2022 | < 1 min read

হাজার টাকার ওপর দাম হয়ে গেছে রান্নার গ্যাসের। এর ফলে গত এক বছরে সারা দেশে গ্যাস সিলিন্ডার নেওয়া কমে গিয়েছে। গ্যাসের সংযোগ ছেড়েছেন অনেকে। জানা গেছে, সাধারণ মানুষ সিলিন্ডার নিতে পারেনি অর্থনেতিক সংকটের জন্যই ।

রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রক রাজ্যওয়াড়ি তথ্য প্রদান করেছে। তাতে দেখা যাচ্ছে, ২০২১-২২ অর্থবর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই গ্যাস সিলিন্ডার নেননি ১৭ লক্ষ ৫০ হাজার জন, পশ্চিমবঙ্গে সিলিন্ডার নেননি ১৭ লক্ষ ৫০ হাজার নাগরিক। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ১৬ লক্ষ ৪০ হাজার, মহারাষ্ট্রে ১৫ লক্ষ ৭৮ হাজার, অসমে ১৪ লক্ষ, বিহারে ১২ লক্ষ ৮১ হাজার, ছত্তিশগড়ে ১২ লক্ষ ৬৮ হাজার, তামিলনাড়ুতে ১১ লক্ষ ৮৮ হাজার লোক গত এক বছরে রান্নার গ্যাসের সিলিন্ডার নেননি।

২০২১ সালের প্রথম থেকে ২০২২ সাল পর্যন্ত অনেক রাজ্য করোনার কারণে হয় পূর্ণাঙ্গ লকডাউন কিংবা আংশিক লকডাউন জারি করেছিল। সেই সময় দেশের আর্থিক পরিস্থিতিও ছিল বেশ খারাপ। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান বুঝিয়ে দিয়েছে, গত এক বছরে বহু মানুষ গ্যাসের সংযোগ ছেড়ে দিয়েছে আর্থিক অনটনের কারণেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #bjp, #gas cylinder

আরো দেখুন