দেশ বিভাগে ফিরে যান

সংসদে বিরোধীদের কণ্ঠ রোধের চেষ্টা অব্যাহত, ফের রাজ্যসভায় সাসপেন্ড বিরোধী সাংসদ

July 27, 2022 | < 1 min read

সংসদে বিরোধীদের কণ্ঠ রোধের চেষ্টা অব্যাহত। বুধবার আম আদমী পার্টির (APP) সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভা সূত্র খবর, গতকাল অধিবেশনে গুজরাটে বিষমদ কাণ্ড নিয়ে সরব হন আপ সাংসদ সঞ্জয় সিং। সরকার পক্ষের অভিযোগ, রাজ্যসভায় স্লোগান দিচ্ছিলেন আপ সাংসদ। একই সঙ্গে কাগজ ছিঁড়ে চেয়ারম্যানের চেয়ারের দিকে ছুঁড়েও মারেন তিনি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, ‘‘চলতি সপ্তাহের জন্য অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।’’


মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে সোমবার সাসপেন্ড হয়েছিলেন লোকসভার ৪ কংগ্রেস সাংসদ। মঙ্গলবার রাজ্যসভার ১৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। একের পর এক বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। তাদের মতে, মানুষের সমস্যার কথা, মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়া হচ্ছে না। বিরোধীদের কণ্ঠ রোধ করছে কেন্দ্র।


অন্যদিকে, নরেন্দ্র মোদী সরকারের ‘স্বৈরাচারী আচরণ’, মূল্যবৃদ্ধি এবং খাদ্যপণ্যের জিএসটির প্রতিবাদে সংসদ ভবন চত্বরে গাঁধীমূর্তির নীচে ৫০ ঘণ্টার অবস্থান-বিক্ষোভ শুরু করলেন সাসপেন্ড হওয়া ২০ জন রাজ্যসভার সাংসদ। বিক্ষোভকারী তৃণমূল সাংসদ দোলা সেন বুধবার বলেছেন, ‘‘শুক্রবার দুপুর ১টা পর্যন্ত আমাদের অবস্থান চলবে।’’


লোকসভার চার সাসপেন্ডেড কংগ্রেস সাংসদও গাঁধীমূর্তির নীচে অবস্থানে শামিল হয়েছেন। বিরোধীদের বিক্ষোভের জেরে বুধবারও দফায় দফায় বাদল অধিবেশন মুলতুবি হয়েছে। তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলির অভিযোগ, বাদল অধিবেশনের গোড়া থেকে মূল্যবৃদ্ধির বিষয়ে আলোচনার দাবি জানিয়েছে তারা। গ্যাসের মূল্য বৃদ্ধি, খাদ্যপণ্যে জিএসটি বৃদ্ধির বিরুদ্ধে বিতর্ক চেয়ে মুলতুবি প্রস্তাবের নোটিসও দিয়েছে। কিন্তু আলোচনায় রাজি হয়নি মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #aap, #Sanjay Singh, #Suspend

আরো দেখুন