চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স, ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা বাইডেন প্রশাসনের
চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স, ইতিমধ্যেই বিশ্বের অনেকগুলো দেশেই লাগামহীনভাবে ছড়াচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সকে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা বলে ঘোষণা করেছিল। বৃহস্পতিবার ৪ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স সংক্রমণকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিসংখ্যান বলছে, বুধবার অবধি আমেরিকায় সাড়ে ৬ হাজারেরও অধিক সংখ্যক মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।
ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে বাইডেন প্রশাসন ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সংক্রমণ মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট একাধিক উদ্যোগ নিচ্ছেন, দুই উচ্চপদস্থ ফেডারেল আধিকারিককে নিয়োগ করেছেন বাইডেন প্রশাসন। জুলাই মাসের মাঝামাঝি অবধি বাইডেন প্রশাসন ১ লক্ষ ৫৬ হাজার মাঙ্কিপক্স ভ্যাকসিনের ডোজ বিতরণ করেছে। আরও ২.৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন নির্মাতা সংস্থার কাছে চেয়েছে বাইডেন প্রশাসন।
মাঙ্কিপক্স আক্রান্তদের জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা লাগা এবং ক্লান্তি ইত্যাদি উপসর্গ দেখা যাচ্ছে। রোগাক্রান্ত হওয়ার ৫-২১ দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়। সংক্রমণ সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয়। জ্বরের পর বসন্তের মতো শরীরে একটি-দুটি করে গুটি দেখা দিতে শুরু হয়। দিন দুয়েকের মধ্যেই, গুটি সারা দেহ ছড়িয়ে পড়ে৷