সংসদে বিদ্যুৎ সংশোধনী বিল পেশ হলে আন্দোলনের হুমকি কিষান মোর্চার
আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনা ছাড়াই মোদী সরকার যদি বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২২ সংসদে পেশ করে, তাহলে ফের দেশজুড়ে তীব্র হবে আন্দোলন। সংযুক্ত কিষান মোর্চা ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছে। ২০২১ সালের ৯ ডিসেম্বর আন্দোলনকারী কৃষকদের একটি চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। সংযুক্ত কিষান মোর্চার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে যে কোনওমতে এই বিদ্যুৎ সংশোধনী বিল সংসদে পেশ করা হবে না, সেই চিঠিতেই তা স্পষ্টই উল্লেখ করা হয়েছিল।
কেন্দ্রীয় সরকার বিগত আট মাসে তাদের সঙ্গে এই বিল নিয়ে কোনওরকম আলোচনা করেনি, এমনি অভিযোগ এনেছে সংযুক্ত কিষান মোর্চা। এদিকে জানে গেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে এই বিল সংসদে পেশ করার জন্য । এরপরেই কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিয়ে কিষান মোর্চা জানিয়েছে, মোদী সরকার যদি সত্যিই এই বিল সংসদে পেশ করতে উদ্যোগী হয়, তাহলে দেশের প্রত্যেক প্রান্তে তীব্র করা হবে কৃষক আন্দোলন। সেই ব্যাপারে যেন প্রস্তুত থাকে, মোদী সরকার, এরকম হুঁশিয়ারি দেওয়া হয়েছে।