খেলা বিভাগে ফিরে যান

সিন্ধুর স্বপ্নপূরণ, লক্ষ্যের লক্ষ্যভেদ, ব্যাটমিন্টনের ডবলসেও সোনা ভারতের

August 8, 2022 | 2 min read

কমনওয়েলথ গেমসে কানাডার মিশেল লিকে হারিয়ে, মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসের ফাইনালে সোনা জিতলেন পিভি সিন্ধু। দেশকে এনে দিলেন ১৯তম সোনা। প্রতিপক্ষকে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে পরাজিত করে প্রথমবারের জন্যে কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে স্বর্ণ পদক জিতলেন মহিলাদের ব্যাডমিন্টনে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।

Image

ফাইনালে দুই প্রতিপক্ষের মধ্যে সেয়ানে সেয়ানে মোকাবিলা হয়। প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ১৮-১৪ ব্যবধানে সিন্ধু এগিয়ে যেতেই ছন্দ হারিয়ে ফেলেন মিশেল। ২১-১৫ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেম ২১-১৩ ব্যবধানে জিতে দেশকে সোনা এনে দিলেন সিন্ধু।

অন্যদিকে, প্রথমবারের জন্যে ​কমনওয়েলথ গেমসে নেমেই লক্ষ্যভেদ করেন লক্ষ্য সেন। ব্যাডমিন্টনের উঠতি তারকা লক্ষ্য। আজকের ফাইনালে প্রথম গেমে হেরে গিয়েও সোনা জিতলেন তিনি। শেষ দুটি গেমে দুর্দান্তভাবে কামব্যাক করেন লক্ষ্য। মালয়েশিয়ার জে ইয়ংকে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে পরাজিত করে পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গেলসে সোনা জিতলেন তিনি। লক্ষ্যের জয়ের মধ্যে দিয়েই কমনওয়েলথ গেমসে ২০তম সোনা এল ভারতের ঝুলিতে।

Image

  এছাড়াও, কমনওয়েলথ গেমসে পুরুষদের ব্যাটমিন্টনের ডবলসে সোনা জিতলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি

Image
TwitterFacebookWhatsAppEmailShare

#pv sindhu, #Lakshya Sen, #Satwiksairaj Rankireddy

আরো দেখুন