দেশ বিভাগে ফিরে যান

দলীয় নির্দেশ উপেক্ষা করে ভোট, বক্তব্য তলব করে সুদীপের চিঠি অধিকারীদের

August 8, 2022 | < 1 min read

উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের দলীয় নির্দেশ উপেক্ষা করে ভোট দিয়েছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী৷ ওই দুই সাংসদ ফের দলের চিঠি পেলেন দলের সিদ্ধান্ত পরিকল্পিতভাবে অবজ্ঞা করায় ৷ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তাদের বক্তব্য তলব করে চিঠি দিয়েছেন ৷

গত ৪ অগাস্ট সুদীপবাবু ওই দুই সাংসদকে প্রথম চিঠি দিয়েছিলেন৷ দুই সাংসদকে সুদীপ জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে৷ গত ৬ অগাস্ট তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দিলেও শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন৷

সুদীপ বন্দ্যোপাধ্যায় দুই সাংসদকে আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন৷ ওই চিঠিতে শিশির এবং দিব্যেন্দু অধিকারীর কাছে জানতে চাওয়া হয়েছে দলের এই সিদ্ধান্তের কথা জানার পরেও কেন ভোটদানে অংশ নেন তাঁরা ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Sudip Bandopadhyay, #tmc, #Showcause, #Sisir Adhikari, #Dibyendu Adhikari, #vice president election

আরো দেখুন