দেশ বিভাগে ফিরে যান

এখনই ফ্লোর টেস্ট নয়, নয়া স্পিকার নির্বাচনের পরই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন নীতীশ

August 12, 2022 | < 1 min read

বিজেপির সঙ্গ ছেড়ে তেজস্বীর হাত ধরেছেন নীতীশ, পড়শি রাজ্য বিহারে পথ চলা শুরু করার মুখে চাচা-ভাতিজার সরকার। নতুন মহাজোটের নয়া সরকার গঠনের ২৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে সে রাজ্যের বিধানসভা অধিবেশন। অঙ্কের হিসেব বলছে, সংখ্যাগরিষ্ঠতা চাচা-ভাতিজার হাতেই রয়েছে, কিন্তু আস্থা ভোটের জন্যে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে চাইছেন নীতীশ কুমার (Nitish Kumar )। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিহার বিধানসভার অধ্যক্ষের পদটি নীতীশের সদ্য প্রাক্তন জোটসঙ্গী বিজেপির কাছে রয়েছে। বর্তমানে বিজেপির বিজয়কুমার সিনহা ওই পদে আসীন।

ফলে নীতীশ কুমার আস্থা ভোটের প্রক্রিয়াকে কাঁটাহীন করতে চাইছেন। অর্থাৎ, মহাজোট শিবির নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগেই বিজেপির বিজয়কুমার সিনহাকে স্পিকার পদ থেকে অপসারিত করতে চাইছে। চাচা-ভাতিজা শিবিরের নেতাদের দাবি, নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পরই তারা সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন।

এনডিএ-র অধীনে থাকাকালীনই স্পিকার বিজয়কুমার সিনহার সঙ্গে নীতীশের কাজিয়া শুরু হয়েছিল। ইতিমধ্যেই বিজয়কুমার সিনহার বিরুদ্ধে মহাজোট শিবিরের ৫৫ জন বিধায়ক অনাস্থা প্রস্তাব পেশ করে ফেলেছেন। প্রসঙ্গত, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে তা ১৪ দিনের আগে বিধানসভায় তোলা যায় না। অধিবেশন শুরু হচ্ছে ২৪ আগস্ট, ফলে নিয়ম মেনে দুই সপ্তাহ পরে বিধানসভার অধিবেশন শুরু হলেই বিজয়কুমার সিনহাকে অধ্যক্ষ পদ থেকে অপসারিত করা হবে। তারপরই নতুন স্পিকার নির্বাচিত হবেন। নীতীশ- তেজস্বীর জোটের রফা অঙ্ক অনুযায়ী, আরজেডির কেউ স্পিকার হবেন। নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার পরেই ২৫ আগস্ট ফ্লোর টেস্টে যাবেন নীতীশ। তবে শোনা যাচ্ছে, ভোটাভুটির আগে অধুনা অধ্যক্ষ বিজয়কুমার সিনহা নিজেই পদত্যাগ করতে চলেছেন।

বিধানসভার অধিবেশন শুরুর আগেই নীতীশ নয়া মন্ত্রিসভা গড়ে করে ফেলবেন, বলে শোনা যাচ্ছে। ১৬ আগস্ট মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nitish Kumar, #Bihar

আরো দেখুন