দেশ বিভাগে ফিরে যান

বাড়িতে পতাকা না তুললে তুলে রাখা হবে ছবি, হুমকি বিজেপি নেতার

August 12, 2022 | < 1 min read

স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আদেশ অনুসারে নানা রাজ্যেই সাধরণ মানুষকে পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই কর্মসূচি নিয়ে বেশ কিছু রাজ্যে বিতর্ক তৈরি হয়েছে। মানুষকে জোর করে জাতীয় পতাকা কিনতে এবং উত্তোলন করতে নির্দেশ দিচ্ছেন আধিকারিকরা, এমন অভিযোগও উঠছে। হরিয়ানাতে পতাকা না কিনলে রেশন মিলবে না! এমন ঘোষণাও করা হয়েছে।


এবার হর ঘর তেরঙ্গা কর্মসূচি নিয়ে কার্যত হুমকি দিলেন উত্তরাখণ্ডের বিজেপি প্রধান মহেন্দ্র ভাট। তাঁর মতে স্বাধীনতা দিবসে যাঁরা পতাকা উত্তোলন করবেন না, তাঁদের উপরে বিশ্বাস করা যাবে না। তাঁরা মোটেও বিশ্বাসযোগ্য নয়। সঙ্গে তিনি আরও বলেন, জাতীয় পতাকা তুলতে একজন ভারতীয় নাগরিকের কোনও আপত্তি থাকার কথা নয়।


মহেন্দ্র ভাট আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানেই তিনি বলেন, যাঁরা জাতীয় পতাকা উত্তোলন করবেন না, তাঁদের উপরে বিশ্বাস করা যাবে না। এরই সঙ্গে তিনি বলেন, ‘‘বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে কার সমস্যা হতে পারে? সকলের দেখা উচিত, কে দেশপ্রেমী আর কে নয়।’’ সেই সঙ্গে উপস্থিত জনতাকে তিনি নির্দেশ দেন, যাঁদের বাড়িতে পতাকা তোলা হবে না, তাঁদের বাড়ির ছবি তুলে রাখতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttarakhand, #azadi ka amrit mahotsav, #har ghar tiranga, #Mahendra Bhatt, #Haryana

আরো দেখুন