খেলা বিভাগে ফিরে যান

থমকে গেল ভারতীয় ফুটবলের উত্তরণ যাত্রা, নির্বাসনের জেরে সঙ্কটে ইস্টবেঙ্গল-মোহনবাগানও

August 16, 2022 | 2 min read

ইতিহাসের নির্মম সমাপতন! ফের ১৬ আগস্টেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা। অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ নিয়েও ঘনিয়েছে অনিশ্চয়তার। নির্বাসনের জেরে থমকে গেল ভারতীয় ফুটবলের উত্তরণ। নানানভাবে ভারতীয় ফুটবল (India Football) বাধার সম্মুখীন হল।

 FIFA-র নির্বাসন বার্তা

সিনিয়র হোক বা জুনিয়র, ভারতের কোন দলই আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামতে পারবে না। সুনীল ছেত্রীরা (Sunil Chhetri) এশিয়ান কাপও খেলতে পারবেন না। কেবল জাতীয় দল নয়, মোহনবাগান, ইস্টবেঙ্গলের উপরও নির্বাসনের প্রভাব পড়তে চলেছে। নির্বাসন বহাল থাকলে, মোহনবাগান ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে পারবে না। অন্যদিকে, নির্বাসনের কারণে নতুন করে কোন বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না ইস্টবেঙ্গল। অর্থাৎ লাল হলুদ শিবিরের ষষ্ঠ বিদেশি ফুটবলার সই করানোর পরিকল্পনা আপাতত অনিশ্চিত। নির্বাসনের গুঁতোয় ভারতীয় ক্লাবে খেলা বিদেশিরাও এখন আর অন্য কোন দেশে যেতে পারবেন না।

আরও পড়ুনঃ গভীর রাতে FIFA-র নির্বাসন বার্তা, ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল

ঘরোয়া ফুটবলে আপাতত কোন সমস্যা নেই। আইএসএল, আই লিগসহ ক্লাব ফুটবল চললেও, নির্বাসনের কারণে কয়েক যুগ পিছিয়ে গেল ভারতীয় ফুটবল। কারণ এর পর আবার শূন্য থেকে শুরু হবে ভারতীয় ফুটবল। ফিফার নিয়ম অনুযায়ী, ফের শূন্য ব়্যাঙ্ক থেকেই সুনীলদের শুরু করতে হবে। সুনীল, গুরপ্রীতরা মিলে বিশ্বের দরবারে যেভাবে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন তা থমকে গেল। আবার শূন্য থেকেই ভারতের লড়াই শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Mohun Bagan A.C., #Sunil Chhetri, #India Football

আরো দেখুন