দেশ বিভাগে ফিরে যান

ফের বাড়ছে করোনা, বিমানযাত্রীদের জন্য মাস্ক আবার বাধ্যতামূলক

August 18, 2022 | < 1 min read

ফের দেশজুড়ে করোনা (COVID 19) সংক্রমণ বাড়ায় আবার বিমান সংস্থাগুলিকে কঠোরভাবে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিল কেন্দ্র ৷ বিমান যাত্রার সময় যাত্রীরা যাতে কোভিডবিধি মেনে চলেন, সেদিকে নজর দিতে গত ১৬ আগস্ট কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণের মন্ত্রকের তরফে উড়ান সংস্থাগুলিকে জানানো হয়েছে৷

কেন্দ্রে নিজেদের অনুযায়ী কোনও যাত্রী যদি কোভিডবিধি মানতে তা চানা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ এছাড়াও ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) (Directorate General Of Civil Aviation -DGCA) আধিকারিকরা বিমানবন্দরে মাঝে মধ্যে পরিদর্শনে যেতে পারেন বিমান সংস্থাগুলি ঠিক মতো কোভিডবিধি পালন করছে কি না তা দেখতে ৷

বিমানবন্দরে ঢোকার পর যাত্রীরা যাতে সবসময় মাস্ক (Mask) ব্যবহার করেন, বা ঠিক মত স্যানিটাইজ হচ্ছে কি না, সেদিকে নজর রাখতে হবে, নির্দেশ দিয়েছে ডিজিসিএ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#mask, #covid 19, #airport, #Coronavirus

আরো দেখুন