রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার মুকুটে নয়া পালক, রাজ্যের চার প্রকল্পের দেশ সেরার শিরোপা জয়

August 20, 2022 | < 1 min read

বাংলা সামাজিক প্রকল্পগুলি গোটা দেশেই দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের গণ্ডি ছেড়ে ইতিমধ্যেই বিদেশেও উচ্চ প্রশংসিত হয়েছে রাজ্যের একাধিক প্রকল্প। বাংলার সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি নাগরিক পরিষেবাকে আরও মসৃণ করে তুলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত চারটি প্রকল্প জাতীয় স্তরে জিতে নিল সেরার শিরোপা।

এক বেসরকারি সংবাদসংস্থা আয়োজিত প্রতিযোগিতায় বাংলার দুয়ারে ত্রাণ, দুয়ারে সরকার, মাইনর মিনারেল সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ই-আবগারি, এই চার প্রকল্প প্রথম স্থান দখল করল। আয়োজকদের মতে, আগামী দিনে বাংলার প্রকল্পগুলি দেশের অন্যান্য রাজ্যের কাছে ‘মডেল’ হয়ে উঠতে পারে।

বাংলার দুয়ারে ত্রাণ প্রকল্পটি অ্যানালিটিক্স বিভাগে সেরার শিরোপা পেয়েছে। আয়োজকদের মতে, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ও তার পরবর্তী সময়ে অনেকগুলি দপ্তরের সঙ্গে সমন্বয়সাধন, জিপিএসের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে জনপরিষেবা প্রদান করেছে বাংলা। রাজ্যে এই উদ্যোগকে প্রশংসনীয় বলছেন পুরস্কারদাতারা। দুয়ারে ত্রাণ প্রকল্পে ৩.৮ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। বিশেষজ্ঞ মহলের মতে, বাংলার দুয়ারে ত্রাণ প্রকল্পটি আগামীতে দেশের ত্রাণবণ্টনের মডেল হয়ে উঠতে পারে। 

দুয়ারে সরকার প্রকল্প প্রথম থেকে প্রশংসা আদায় করে নিয়েছিল। দুয়ারে সরকার শিবির থেকে রেকর্ড সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন।

দ্রুততার সঙ্গে কাজ হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, প্রায় ৫ কোটি ৫০ মানুষ এই প্রকল্পের আওতায় উপকৃত হয়েছেন। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বিভাগে সেরার পুরস্কারে ভূষিত হয়েছে প্রকল্পটি। অন্যদিকে, ই-আবগারি প্রকল্প থেকে প্রতি বছরে বাংলার রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। ব্লক চেন বিভাগে পুরস্কার পেয়েছে প্রকল্পটি।​ ২০১৪-১৫ অর্থ বছরে আবগারি দপ্তর ৩৫৮১ কোটি টাকা রাজস্ব আদায়ের করেছিল। ২০২১-২২ অর্থ বছরে তার পরিমাণ বেড়ে ১৩,৫৪৩ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। আমজনতার দুয়ারে পরিষেবা পৌঁছে দিয়েছে বাংলার সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #number one

আরো দেখুন