প্রবীণদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার, ষাটোর্ধ্বদের উপর অপরাধে শীর্ষে মধ্যপ্রদেশ
প্রবীণ নাগরিকদের সুরক্ষা দিতেও ব্যর্থ বিজেপি শাসিত সরকারগুলি। দেশের মধ্যে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে কম ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। শিব রাজসিংয়ের শাসন আমলে মধ্যপ্রদেশে ষাটোর্ধ্বদের উপর অপরাধের হার সর্বাধিক। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০২১ সালের ক্রাইম ইন ইন্ডিয়া রিপোর্টে প্রকাশ্যে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
এনসিআরবির রিপোর্ট বলছে, প্রবীণ নাগরিকদের উপর অপরাধের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড়। আরেক ডাবল ইঞ্জিন রাজ্য হিমাচল প্রদেশ রয়েছে তৃতীয়স্থানে। হিমাচলে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ৭ লক্ষ। হিমাচল প্রদেশে ২০২১ সালে প্রবীণ নাগরিকদের উপর ৪১৯টি অপরাধের ঘটনা ঘটেছে। সে রাজ্যে ২০১৯ সালের নিরিখে প্রবীণ নাগরিকদের উপর অপরাধ ১৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনসিআরবি-র পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রবীণ নাগরিকদের উপর অপরাধের হার ৯২.৩ শতাংশ যা সর্বাধিক। ছত্তিশগড় ও হিমাচল প্রদেশে সেই হার যথাক্রমে ৭০ ও ৫৯.৬ শতাংশ। গোটা দেশের নিরিখে প্রবীণ মানুষদের উপর অপরাধের জাতীয় গড় ২৫.১।
এনসিআরবি আবার পৃথকভাবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রবীণ নাগরিকদের উপর সংগঠিত অপরাধের হার প্রকাশ করেছে। সেক্ষেত্রে প্রবীণ নাগরিকদের (senior citizens) উপর অপরাধের নিরিখে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। দিল্লিতে প্রতি এক লক্ষ প্রবীণ নাগরিক প্রতি অপরাধের হার ১০১.৭।