খেলা বিভাগে ফিরে যান

নেভির জাহাজ ডুবিয়েও ডুরান্ডে স্বস্তি পেলোনা এটিকে মোহন বাগান

August 31, 2022 | < 1 min read

মর্যাদার ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডাবল হ্যাটট্রিক করে বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরান্দোর মোহন বাগান। তবে আজ এই ম্যাচ জিতলেও নক-আউটে যাওয়া নিশ্চিত নয় জনি কাউকোদের। তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের ফলের দিকে। কোয়ার্টার-ফাইনালে মুম্বই সিটি এফসি’র জায়গা নিশ্চিত।

আজ ম্যাচের প্রথমার্ধের ১৮ মিনিটে লেনি রডরিগসের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এর পর ম্যাচের ২৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন কিয়ান নাসিরি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও প্রচুর সুযোগ পেলেও আগের ম্যাচগুলির মতো গোল আর গোল করতে পারেনি মোহন বাগান। ম্যাচে যত শেষের দিকে গড়াচ্ছিল ততই মোহনবাগানকে চেপে ধরেছিল নেভি। তবে গোল করতে পারেনি নেভির ফুটবলাররা।

আজ নেভির বিরুদ্ধে জিতে গ্রুপের চার ম্যাচে ৭ পয়েন্টে হল মোহনবাগানের। এদিকে ৭ পয়েন্ট হয়ে আছে মুম্বই সিটি এফসিরও। তারাই গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে যাবে যদি শেষ ম্যাচে তারা ইস্টবেঙ্গলকে হারায় বা ড্র করে। গ্রুপের আরেক দল রাজস্থান ইউনাইটেড রয়েছে ৪ পয়েন্টে। রাজস্থান নেভিকে হারালে তাদেরও ৭ পয়েন্ট হবে। মোহনবাগানকে হারানোর সুবাদে তখন তারা চলে যাবে কোয়ার্টার-ফাইনালে। এদিকে নেভি যদি রাজস্থানকে হারায় বা ড্র করে, মোহনবাগান যাবে কোয়ার্টার-ফাইনালে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #Indian Navy, #ATK Mohunbagan, #durand cup 2022

আরো দেখুন