কলকাতা বিভাগে ফিরে যান

মহানগরীর রাস্তার হাল ফেরাতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন মহানাগরিক

August 31, 2022 | < 1 min read

সময় মাত্র ২০ দিন, তার মধ্যেই কলকাতার রাস্তার (kolkata road) হাল ফেরাতে হবে। সময়সীমা বেঁধে দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ২৯ আগস্ট কলকাতার মাসিক অধিবেশনে সড়ক বিভাগের আধিকারিকদের মহানাগরিক জানান, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই শহরের খারাপ রাস্তার হাল ফেরাতে হবে। তিনি আরও জানিয়েছেন, কাজ কতটা হল, কোথায় বাকি থাকল, সবটাই ২০ সেপ্টেম্বর তিনি নিজেই খতিয়ে দেখবেন।

গতকালের অধিবেশনে কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাঃ কাকলি সেন নিজ ওয়ার্ডের রাস্তার খারাপ হাল নিয়ে অভিযোগ করেন। ওই পুর প্রতিনিধির অভিযোগের ভিত্তিতে কাজ শুরু হয়েছে। যদিও রাস্তার মেরামত কাজ খুব শ্লথ গতিতে চলছে। এ প্রসঙ্গে, মেয়র ফিরহাদ হাকিম বলেন, সড়ক বিভাগকে রাস্তা মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর তিনি নিজেও রাস্তার অবস্থা দেখতে বেরবেন বলেও জানান। সেই সঙ্গেই মেয়র জানিয়েছেন, পুজোর আগেই শহরের সব রাস্তা মেরামত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #firhad hakim, #Roads

আরো দেখুন